পাটকল শ্রমিকরা ২ কিস্তিতে পাবেন মজুরি: পাটমন্ত্রী

0
86

পাট শিল্পকে যুগোপযোগী ও আধুনিক করার জন্য বন্ধ করে দেয়া দেশের ২৫টি পাট কলের শ্রমিকদের গত মাসের মজুরি আগামী সপ্তাহে পরিশোধ করবে সরকার। এছাড়া শ্রম আইন অনুযায়ী শিগগিরই দুই মাসের মজুরি দিয়ে গোল্ডেন হ্যান্ডশেক করা হবে।শুক্রবার (৩ জুলাই) দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রাজধানীর সিদ্ধেশ্বরী নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান।এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, বিজেএমসির চেয়ারম্যান আব্দুর রউফ, শ্রমিক নেতা আবু তাহের।

সংবাদ সম্মেলনে মন্ত্রী গাজী বলেন,বন্ধ হওয়া পাট কলের প্রায় ২৫ হাজার শ্রমিক পিএফ,গ্র্যাচুটি ও গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ ১৪ লাখ থেকে ৫৪ লাখ টাকা পাবেন। তাদের পাওনার ৫০ ভাগ সেপ্টেম্বরে এবং বাকি ৫০ ভাগ তারও তিন মাস পর লাভের অংশসহ সঞ্চয় পত্রের মাধ্যমে দেয়া হবে। সকল ক্ষেত্রে ২০১৫ সালের মজুরি কমিশনের ভিত্তিতে পরিশোধ করা হবে।মন্ত্রী আরও বলেন, পিপিপির আওতায় মিলগুলি চালু হলে সে ক্ষেত্রে পুরনো শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হবে।