মাগুরায় পহেলা বৈশাখ উদযাপন

0
118

মতিন রহমান , মাগুরা প্রতিনিধি: মঙ্গল শোভাযাত্রা, লাঠি খেলা, সাপ খেলা গ্রামীণ মেলাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে মাগুরায় বৃহস্পতিবার বাংলা নববর্ষ উযাপিত হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে সকালে নোমানী ময়দান থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বেলা সাড়ে ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মঙ্গল শোভাযাত্রা উদ্ধোধন করেন । এ সময় পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতি সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। এদিকে বিভিন্ন কর্মশুচি পালনের মধ্যদিয়ে শ্রীপুর উপজেলায়ও পহেলা বৈশাখ পালিত হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনটি সবার জীবনে নতুন আলোয় আলোকিত হোক এমনটাই প্রত্যাশা করি। নানা আয়োজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ উৎযাপন করছে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আমাদের আদিসাংস্কৃতি লাঠি খেলা, সাপ খেলা, নাগোরদোলাসহ মেলায় রয়েছে নানা আয়োজন।