দেশজুড়ে
পুঠিয়ায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার


পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় প্রায় শতবর্ষী বয়সের এক বৃদ্ধ মহিলার গলিত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে ভাড়ড়া গ্রামের একটি নালার ডোবা থেকে জেলেদের মাছধরা জালের সাথে উঠে আসে মরদেহটি।
মৃত মহিলার নাম শেরজান বিবি (৯৪) তিনি উপজেলার বানেস্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের মৃত নূর আলীর স্ত্রী। মৃত সেরজানের ছেলে বলেন, আমার মা আজ থেকে প্রায় ছয় মাস আগে নিখোঁজ হয়, অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। তিনি আরো বলেন বয়স ৯৪ বছর হওয়ায় মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমরা হাতের বালা দেখে আমাদের মাকে সনাক্ত করি।



