আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৩০৬


দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে আন্তত ৩০৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিএনএন বলছে, ভয়াবহ এই বন্যা ডারবানসহ কোয়াজুলু-নাটাল প্রদেশের পুরো অঞ্চলজুড়েই আঘাত করেছে। ওইসব এলাকার অধিকাংশ রাস্তায় ফাটল ধরেছে। বহু রাস্তা-ঘাট ভেসে গেছে, বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর। এ ছাড়া ডারবানের কাছে একটি সেতু ভেসে গেছে, ফলে দু’পাশে আটকা পড়েছে বহু মানুষ।
শুধু তাই নয়, টানা বৃষ্টির পর ডারবানসহ আশপাশের এলাকায় কাদার স্রোত শুরু হয়। এতে দুর্যোগপীড়িত এলাকার বহু ঘরবাড়িও কাদার স্রোতের নিচে আটকে পড়ে।
এদিকে কাদার স্রোতের কারণে উদ্ধার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। তারপরেও উদ্ধার অভিযান চলমান রয়েছে। সূত্র: সিএনএন, বিবিসি



