র্যাবের আর্থিক সহযোগীতায় মেডিকেলে ভর্তির সুযোগ পেল সাতক্ষীরার মারুফা


সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ- মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছিলো না জেলে পল্লীর মারুফা ৷ সেই অন্ধকারে আলোর রোশনাই জ্বেলে পাশে দাঁড়ালো র্যাব ৷ র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) একদিকে যেমন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে তারই সাথে পূরণ করছে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা ৷ তারই ধারাবাহিকতায় সাতক্ষীরার দুস্থ মেধাবী শিক্ষার্থী মারুফা খাতুনের ভর্তিতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল র্যাব-৬ ৷
সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালানলতা গ্রামের জেলে পল্লীর অত্যন্ত দরিদ্র জেলে আজিত বিশ্বাস এর কণ্যা মেধাবী শিক্ষার্থী মারুফা খাতুন মেডিকেলে ভর্তি পরীক্ষায় উর্ত্তীন হয় ৷ তবে নুন আনতে পানতা ফুরানো আজিতের সংসারে মেয়ের মেডিকেলে ভর্তি নিয়ে দেখা দেয় চরম অনিশ্চয়তা ৷ একপর্যায়ে র্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ ঘটনা সম্পর্কে জানতে পারেন ৷ এরপর তারই নির্দেশনা মোতাবেক শুক্রবার (৮ এপ্রিল) মারুফার বাড়িতে যান সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইশতিয়াক হোসাইন ৷ মারুফার হাতে তুলে দেন মেডিকেলে ভর্তির আর্থিক সহায়তা ৷
র্যাবের আর্থিক সহায়তা পাওয়া দরিদ্র মেধাবী মেডিকেল শিক্ষার্থী মারুফা আক্তার বলেন, আর্থিক অনটনের মধ্যেও এপর্যন্ত পৌঁছালেও আমার পরিবার মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করতে পারেনি ৷ র্যাব-৬ আমাকে মেডিকেলে ভর্তির জন্য আর্থিক সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারছি না ।