দুই উইকেট নিলেন তাইজুল

0
104

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দল ফিরে সাফল্যের দেখা পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। প্রথমে ৭০ রান করা প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার ও পরে ৬৪ রান করা কিগান পিটারসেনকে শিকারে পরিণত করেন তিনি।

মাঝে বৃষ্টির কারণে প্রায় মিনিটে ত্রিশেক খেলা বন্ধ থাকার পর খেলা শুরু হলে বাংলাদেশি বোলারদের পথের কাঁটা হয়ে দাঁড়ান পিটরসেন। এলগারের মতো অতো আগ্রাসী না হলেও সুযোগ পেলেই বাউন্ডারি হাঁকাচ্ছিলেন তিনি। বৃষ্টির আগে তুলে নিয়েছিলন ফিফটিও। তবে তার রান ৭০-এর ঘরে পৌঁছানোর আগেই আঘাত হানেন তাইজুল। তার গুড লেন্থের বলে এগিয়ে এসে খেলেছিলেন পিটারসেন। তবে বল ব্যাট স্পর্শ না করে প্যাডে লাগে। লেগ বিফোরের আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। রিভিও নিলে ফলাফল বাংলাদেশের পক্ষে আসে। ফলে ১২৪ বলে ৬৪ রানের ইনিংস খেলে বিদায় নেন পিটারসেন।

এই রিপোর্ট লেখার সময় দ্বিতীয় সেশন শেষ হয়েছে। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান। টেম্বা বাভুমা ৩৩ ও রায়ান রিকেলটন ৭ রানে অপরাজিত। অন্য উইকেটটি নিয়েছেন পেসার খালেদ আহমেদ।