ওমর সানীর ‘কেজি দরে তরমুজ বিক্রি’র স্ট্যাটাসে নেটজনতার প্রতিক্রিয়া

0
98
ওমর সানীর 'কেজি দরে তরমুজ বিক্রি'র স্ট্যাটাসে নেটজনতার প্রতিক্রিয়া

‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়ি পাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে সে সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না। আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরনের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন। আমিন। আমরা কেজি দরে তরমুজ কিনব না। আমি প্রতিজ্ঞা করেছি, আপনি।’

গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) ফেসবুক স্ট্যাটাসে কথাগুলো লিখেছেন ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের নম্বর ওয়ান চিত্রনায়ক ওমর সানী। তার সেই পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন নেটজনতা। আলোচনা-সমালোচনায় মিশ্র প্রতিক্রিয়া জমা পড়েছে মন্তব্য বক্সে। এছাড়াও তার পোস্টে ১৩ হাজার প্রতিক্রিয়া এবং তিন শতাধিক শেয়ার হয়েছে।

কিরন খান লিখেছেন, ‘আমি শপথ করছি যে, কেজি হিসেবে তরমুজ ক্রয় করবো না। পিস হিসেবে তরমুজ ক্রয় করবো।’

হোসেইন আরাফাত লেখেন, ‘প্রতিবাদ থেকেই হোক পরিবর্তন। ধন্যবাদ, সংগ্রামী সালাম রইলো।’

নবী নোমানের মতে, ‘ভোক্তা অধিকার আইন যখন দেশে অচল, তখন এভাবে প্রতিবাদ করা ছাড়া উপায় কী।’

নাসরিন আক্তার দীপা লেখেন, ‘কেজি হিসেবে তরমুজ কেনা বন্ধ করুন সবাই। দেখবেন তখন মুনাফেকরা পিস হিসেবে তরমুজ বিক্রি করতে বাধ্য। এতে সবার একত্রিত হতে হবে।’

কানিজ ফাতেমা মিতু জানান, ‘আমি গতকাল জানলাম তরমুজ কেজিতে বিক্রি হচ্ছে। হাসবেন্ডকে বলে দিয়েছি আর আনবে না। সে বলল তোমার তো পছন্দ। আমি বললাম যতোই পছন্দ হোক সবাই মিলে খাওয়া বন্ধ করি, দেখবে ঠিকই আবার পিস হিসেবেই বিক্রি করবে। আমরা মেনে নেই বলেই এরা এসব নাফরমানি কাজ করতে পারে। যত ইসলামের নিয়ম আছে এই দেশে তা হচ্ছে, পুরুষদের ৪ বিয়ে করা যায়, মেয়েদের পর্দা করতে হয়, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, মেয়েদের সাজগোজ ভালো না ব্লা ব্লা ব্লা। কিন্তু দ্রব্যমূল্যের শোচনীয় অবস্থা, নারীর প্রতি আগ্রাসী মনোভাব এসব নিয়ে কোনো ইসলামি নিয়ম-নীতি এদেশের মানুষ জানে না। তাই তো আমাদের পরিণতি এতটা ভয়াবহ হয়ে উঠছে।’

আহসান রাকিব লিখেছেন, ‘ধন্যবাদ ভাই, প্রকৃত গ্রহনযোগ্য ইস্যু নিয়ে প্রতিবাদ করেছেন। অথচ অন্য তথাকথিত সেলিব্রেটিরা টিপ পড়ায় ব্যস্ত।’

এসআই রকির ভাষ্য, ‘কিনবো না বললে সমাধান হবে না।’

জুয়েল রানা লেখেন, ‘ভাইয়া কেজি দরে না কিনলেও বিক্রেতা পিস হিসেবে যে দাম হাকাবে তা কেজি দরের সমানই হবে। আমরা যেভাবেই কিনিনা কেন তা সর্বোচ্চ মূল্য। এদেশের জনগণ এখন ব্যবসায়িক সিন্ডিকেটের হাতে জিম্মি। আর যাই হোক এদেশের জনগণের আর কোনোদিন সুখ হবে না।’

সম্প্রতি তরমুজ কেনার অভিজ্ঞতা জানিয়ে অমিত সরকার নামে একজন লিখেছেন, ‘একটা সত্য ঘটনা বলি। ২ দিন আগে আমাকে মা ১০০ টাকা দিয়ে বললো তরমুজ নিয়ে আয়। মাকে বললাম মা কত টাকা নিবে? মা বললো ৮০ টাকা। গাজীপুরের জোড়পুকুর বাজারে আসলাম, তখন দেখলাম তরমুজের দাম ২৫০ টাকা। মাথাই নষ্ট, কেজি হিসেবে বিক্রি করতেছে অনেকে। এত দাম যা বলার বাইরে। অনেক তরমুজ মিষ্টি হয় না, মেডিসিন দিয়ে পাকায়। অনেক খোঁজাখুঁজির পর ১৫০ টাকা দিয়ে ছোট আকারের তরমুজ নিয়ে বাসায় ফিরলাম, নিজের পকেট থেকে ৫০ টাকা ভরে। তরমুজটি মিষ্টি পেয়েছিলাম। রমজানে যদি এই হাল হয় তাহলে কি ভাবে কি করবে জনগণ?’