বাগেরহাটে অবৈধ সয়াবিন তেল মজুদের দায়ে ব্যাবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

0
86

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ- বাগেরহাটে অবৈধভাবে ৩ হাজার ৮০ লিটার সয়াবিন তেল মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছ ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত ব্যাবসায়ী মাকবুল হাসান শহরের নাগেরবাজার এলাকার সিয়াম এটারপ্রাইজ এর মালিক ৷

বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট রাকিব হাসান চৌধুরী জানান, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রনে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে ৷ তারই ধারাবাহিকতায় অভিযোগের ভিত্তিতে সোমবার (৪ এপ্রিল) দুপুরে শহরের নাগেরবাজার এলাকায় সিয়াম এটারপ্রাইজ এ অভিযান পরিচালনা করা হয় ৷

এসময় তার দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ৩ হাজার ৮০ লিটার পুষ্টি সয়াবিন তেল পাওয়া গিয়েছে । সে অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশী দামে তেল বিক্রয়ের পায়তারা করছিল ৷ এ অপরাধে অভিযুক্তকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে ৷ ওই ব্যাবসায়ীর মজুদকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রী করা হয়েছে ৷