দেশজুড়ে

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে কলেজ ছাত্রসহ ২ জন আহত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম বিরাইমপুর সুরভি পাড়া এলাকার বাসিন্দা নুরুন বেগমের ছেলে রায়হান তাঁর স্ত্রী সাথে ঝগড়ার মিমাংসার জের ধরে মধ্যেস্থকারি কলেজ ছাত্র নাইমুর রহমান নাহিদ ও জাবেদ আহমেদকে ছুরিকাঘাত করে আহত করেছে বলে জানা যায়।

রবিবার ৩রা এপ্রিল আহতদের চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাখা হয়নি। পরে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন আছে বলে জানা যায়।

এ দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রায়হান ও তাঁর সাথে থাকা সহযোগীদের আইনের আওতায় আনার জন্য শ্রীমঙ্গল পুলিশের তদন্ত চলছে বলে পুলিশসূত্র জানায়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button