বিশ্বকাপ বিক্রি ইস্যুতে অবাক বিসিসিআই

0
83

২০১১ বিশ্বকাপ পেরিয়েছে নয় বছর হলো। এত দিন পর অভিযোগ উঠেছে, ওই বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করেছে শ্রীলঙ্কা। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা জাতীয় দলের তৎকালীন প্রধান নির্বাচক ডি সিলভাসহ কয়েকজন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এত বছর পর বিশ্বকাপ বিক্রি ইস্যুতে অবাক ভারতীয়রা। বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিভাগের প্রধান অজিত সিং জানালেন, ভারতের এই প্রসঙ্গ নিয়ে কোনো কথাই শোনা যাচ্ছে না।

ভারতের বিপক্ষে সেই বিশ্বকাপের ফাইনালের একাদশে আগের ম্যাচ থেকে চার পরিবর্তন আনে শ্রীলঙ্কা। ফাইনালের মতো ম্যাচে একসঙ্গে এত পরিবর্তন নিয়ে তখনই প্রশ্ন ওঠে। এত দিন পর এখন আবার সেই একাদশ পরিবর্তনের ঘটনা মাথাচাড়া দিয়েছে।

তবে এত দিন পর বিষয়টি নিয়ে আলোচনা হওয়া নিয়ে কিছুটা অবাকই হয়েছেন বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিভাগের প্রধান অজিত সিং। দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবাক হচ্ছি যে প্রসঙ্গটা প্রায় ১০ বছর পর সামনে এসেছে। আমার অভিজ্ঞতা বলে, তদন্ত যত দেরিতে শুরু হয় প্রমাণ জোগাড় করা ততই কঠিন।’

এ ছাড়া অজিত সিংয়ের মতে, বিশ্বকাপটি যেহেতু আইসিসির অধীনে হয় তাহলে এসবের তদন্তের কাজও আইসিসি করবে, ‘বিশ্বকাপ খেলা হয়েছে আইসিসির অধীনে। যদি বিশ্বকাপে কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে আইসিসিই এটার তদন্ত করবে।’

অজিত সিং আরো যোগ করেছেন, ‘ ভারতে এখন পর্যন্ত ২০১১ সালের ফাইনাল সম্পর্কিত কোনো উদ্বেগের কথা শোনা যায়নি। তবে মজার বিষয় হলো, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অ্যান্টি দুর্নীতি ইউনিট এই তদন্তের সঙ্গে জড়িত না।’

প্রসঙ্গটি নতুন করে প্রশ্ন তোলেন লঙ্কানদের সে সময়কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগ। গত ১৮ জুন তিনি অভিযোগ করেন, ২০১১ বিশ্বকাপ ভারতের কাছে বিক্রি করেছে শ্রীলঙ্কা। পরে অবশ্য সুর বদলেছেন। জানিয়েছেন, কেবল সন্দেহের ভিত্তিতে এটা বলেছেন তিনি।

প্রসঙ্গটি ওঠার পর থেকে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কান সরকার। লঙ্কান পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট গত সপ্তাহে আলুথগামাগের বক্তব্য রেকর্ড করে। এবার ডি সিলভার বক্তব্য রেকর্ড করে পুলিশ।