আন্তর্জাতিক

৩ রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল জাপান

রাশিয়ার ৪ কোম্পানি ও ৩ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (১ এপ্রিল) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। এমন খবর জানিয়েছে তাস।

যে তিন রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা হলেন— আলেকজান্ডার গেয়েভয়, আলেকজান্ডার চাসোভনিকভ এবং রোমান আলার। নিষেধাজ্ঞার কবলে পড়া চার প্রতিষ্ঠান হলো— আপ্পোলুন, আরকেব্রিজ, ঝিল-এম ও পারসেক।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রও এই রাশিয়ান নাগরিক এবং সংস্থাগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওয়াশিংটনের মতে, তারা উত্তর কোরিয়াকে অবৈধ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপাদান সংগ্রহে সহায়তা করার জন্য জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

সূত্র : তাস

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button