দেশজুড়ে

ফুলবাড়ী চাউল কল মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনঃসামসুল সভাপতি ও শফিকুল সাঃ সম্পাদক

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলা চাউল কল মালিক গ্রæপ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো.সামসুল হক মন্ডল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন এবং শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে মো.শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ১১টি পদে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন অন্যান্য সদস্যরা। স্থানীয় ফুলবাড়ী উপজেলা পরিষদ গেট সংলগ্ন রাবেয়া কমিউনিটি সেন্টারে গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপুর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মো. হামিদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মো. আমজাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক পদে মো.তাহেবুর রহমান,দপ্তর সম্পাদক পদে আলহাজ¦ মো. আলাউদ্দিন,প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো.মজিবর রহমান,ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক মো. মাসুদ রানা,কোষাধ্যক্ষ পদে মো.আফতার আলী,১নং কার্যকারী সদস্য পদে মো.জয়নুদ্দিন,২নং কার্যকারী সদস্য পদে মো. আলেফ উদ্দিন,৩নং কার্যকারী সদস্য পদে মো. একরামুল হক ও ৪নং কার্যকারী সদস্য পদে মো. সাখাওয়াত হোসেন।

প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈন উদ্দিন। শান্তিপূর্নভাবে ফুলবাড়ী চাউলকল মালিকগ্রæপ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ