দেশজুড়ে

সোনার বাংলা গড়তে হলে তোমাদের আলোকিত মানুষ হতে হবে: বাগেরহাট জেলা প্রশাসক

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন, সোনার বাংলা গড়তে হলে তোমাদের আলোকিত মানুষ হতে হবে। আধুনিক তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে। দূরে থাকতে হবে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ থেকে।

আজ বেলা ১১ টায় চিতলমারীর কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অধ্যক্ষ স্বপন কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা, এসিল্যান্ড জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। নবীন বরণ শেষে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে আম গাছের চারা প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ