পরীক্ষায় ৫৪তম, বিজ্ঞানী হতে চান হত্যা মামলার আসামি!

0
230

ভারতের নওয়াদা সাব-জেলে বন্দি থাকা হত্যা মামলার আসামি সুরজ কুমার যাদব আইআইটি’র জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম)-২০২২ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় সুরজ র‌্যাঙ্ক করেছেন ৫৪। তার স্বপ্ন বিজ্ঞানী হয়ে দেশের উন্নতিতে অবদান রাখা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গত বছরের এপ্রিল থেকে সুরজ তার বড় ভাই বিরেন্দ্রের সঙ্গে কারাগারে রয়েছেন। সুরজ সাফল্যের কৃতিত্ব নওয়াদা জেল সুপার অভিষেক পান্ডেকে দিয়েছেন। কারণ তিনি জেলের মধ্যে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সুরজকে বই, পুষ্টিকর খাবার ও উৎসাহ জুগিয়েছেন।

গত ১৩ ফেব্রুয়ারি দিল্লীতে অনুষ্ঠিত পরীক্ষায় বসার জন্য সুরজ এক মাসের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন।

জমি নিয়ে বিরোধের জেরে সঞ্জয় যাদব নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সুরজ ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়।

কিন্তু সুরজ তার জীবনের মোড় নিয়ে মাথা ঘামায় না। তিনি আইআইটিতে যোগদান ও বেকসুর খালাস পাওয়ার ব্যাপারে আশাবাদী।