দেশজুড়ে

খুলনার লবণচরায় ভেজাল বিরোধী অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে ২৭ মার্চ রবিবার বেলা ১১টায় খুলনা মহানগরীর লবণচরা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানে লবনচরা মক্কা মদিনা ভ্যারাইটিজ স্টোরে মূল্য বিহীন কসমেটিকস রাখার দায়ে ৩ হাজার টাকা, কিউপিএস ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ২ হাজার টাকা, সোহান স্টোরে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য মজুদ রাখার দায়ে ৩ হাজার টাকা, দোয়া স্টোরে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোট ১০ হাজার টাকা জরিমানা করে। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button