রাজনীতি

সদরঘাটে লঞ্চে আগুনের ঘটনায় তিন সদস্যের কমিটি

রাজধানীর সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানতে পারেনি কেউ। সঠিক কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক ওহিদুর রহমান।

রোববার (২৭ মার্চ) দুপুরে তিনি এ তথ্য জানান। উপ-পরিচালক বলেন, সকাল সাড়ে ১০টায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের ৭টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। লঞ্চটি নদীর ওপারে নিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনো জানতে পারেনি। তবে সঠিক কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে রোববার (২৭ মার্চ) বেলা ১০টা ৫২ মিনিটে ঢাকা-বরিশাল রুটের এ লঞ্চটিতে আগুন লাগে। ১০টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি, পরে আরও চারটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে সিগারেট, গ্যাস সিলিন্ডার বা এসি থেকে আগুন লাগতে পারে বলে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button