গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা দিবস উদযাপন

0
116

কুষ্টিয়া প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ২৬মার্চ উপলক্ষে কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ছিলো নানা আয়োজন। শনিবার সকাল ৮টার দিকে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাল্টু রহমান এর নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এলাকার মানুষ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে গাংদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শংকরদিয়া প্রাথমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় সহ দিনব্যাপী ইউনিয়নের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা সভায় লাল্টু রহমান অংশ গ্রহন করেন। এদিকে বিকেল ৪টার দিকে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লাল্টু রহমান বলেন, স্বাধীনতার ৫১ বছরে বঙ্গবন্ধু আজ শুধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীই নন, বিশ্বের শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির অনুপ্রেরণা দাতা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাঁরই নির্দেশিত পথে তাঁরই জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র হাত ধরে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাণশক্তি, সারাবিশ্বে উন্নয়নের রোলমডেল। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

এছাড়াও কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান উপজেলার প্রতিটি ইউনিয়ন সহ শহরের মানুষকে সেবা প্রদান করছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে বলেন, ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালী জাতি। স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে বলে আহব্বান করেন।