বাগেরহাটে “ইলিশ উৎপাদনে অভয়াশ্রমের প্রভাব” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

0
99

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে “ইলিশ উৎপাদনে অভয়াশ্রমের প্রভাব” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বৈটপুরস্থ বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে তিনদিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম রাসেল, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর। অনুষ্ঠান শেষে শেখ সারহান নাসের তন্ময় চিংড়ি গবেষণা কেন্দ্রের ল্যাব ও হ্যাচারিসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। চাঁদপুরস্থ নদী কেন্দ্রে ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিনদিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচীতে জেলা ২৫ জন জেলে অংশ গ্রহন করেন।