ন্যাটোর সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের পথে এরদোগান
উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) বিশেষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার বেলজিয়ামে উদ্দেশে রওনা হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ২৪ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে এ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। খবর সাবাহর।
প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর, যোগাযোগ পরিচালক ফাহরেটিন আলতুন এবং রাষ্ট্রপতির মুখপাত্র ইব্রাহিম কালিনসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে।
সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জোটের প্রতিরক্ষা ও প্রতিরোধ জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ সম্মেলনের, নেতারা ন্যাটোর নতুন কৌশলগত ধারণা গ্রহণের জন্য জুনে অনুষ্ঠিতব্য মাদ্রিদ শীর্ষ সম্মেলনের আগে ন্যাটোর ভবিষ্যত গঠনের পদক্ষেপ এবং সিদ্ধান্ত নিয়েও আলোচনা করবেন।