দেশজুড়ে

ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশনের গরু বিতরনের উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নের ৫০টি অতিদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে, বিরাহীমপুর কাচারী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব বকনা গরু বিতরণ করেন, সিংড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন।

এ সময় ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গোমেজ সভাপতিত্বে গরু বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মোছাঃ রুমানা আক্তার রোমি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির প্রোগ্রাম অফিসার পরিমল সরকার, মারিও মার্ডী, প্রাণী সম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মতিন মিয়া সহ আরো অনেকে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button