এক দিনেই ভারতে আবার বৃদ্ধি জ্বালানি তেলের দাম


একদিনের ব্যবধানে ভারতে আবারও বাড়ল পেট্রোল আর ডিজেলের দাম। লিটারপ্রতি ৮৩ পয়সা বেড়ে ১০৬ দশমিক ৩৪ রুপি হয়েছে পেট্রোলের দাম আর ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ পয়সা বেড়ে হয়েছে ৯১ দশমিক ৪২ রুপি।
ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, বুধবার (২৩ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে। গত বছর নভেম্বরের পর গতকাল (মঙ্গলবার) এক দফা দাম বৃদ্ধি করা হয়েছিলো তেলের। এরপর এক দিনের মাথাতেই আরেক দফা দাম বৃদ্ধি পেলো জ্বালানির।
আগেরদিন মঙ্গলবার (২২ মার্চ) পেট্রোল, ডিজেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধির ঘোষনা দেয়া হয়েছিল। পেট্রোলের দাম লিটারে ৮৪ পয়সা বেড়ে ১০৫ দশমিক ৫১ রুপি হয়েছে আর ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হয়েছে ৯০ দশমিক ৬২ রুপি করা হয়েছিলো। অন্যদিকে এলপি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ রুপি বেড়ে হয়েছে ৯৭৬ রুপি হয়েছিলো।
প্রতিবেদনে আরও জানানো হয়, তিন মাস আগে গত নভেম্বরে তেলের দাম বৃদ্ধির পর এবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে অস্থিতিশীল বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ার ফলেই ভারতেও তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞদের ধারণামতে, গৎ ১০ মার্চ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরই জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধন্ত নেবে ভারত সরকার। তবে গতকালের পর একদিন না পেরোতেই আবারও এভাবে দফায় দফায় তেলের দাম বাড়বে সেটা ভাবেনি কেউই।