দেশজুড়ে

দাম কমলো পামওয়েলের

ভ্যাট প্রত্যাহার করায় সয়াবিন তেলের পর এবার পামওয়েলের দামও কমানো হলো। এখন থেকে লিটারে তিন টাকা কমে বিক্রি হবে পামওয়েল। মঙ্গলবার (২২ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পাম তেল বিক্রি করা হবে ১৩০ টাকা লিটার দরে। গত ৬ ফেব্রুয়ারি এই তেল লিটারে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয়ে এই বৈঠকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের পর তেলের আমদানি খরচ কত পড়েছে, এরপর পরিশোধন ও বাজারজাতকরণ খরচ এবং মিল মালিক, পাইকির ও ব্যবসায়ীদের মুনাফা হিসাব করে নতুন দাম ঠিক করা হয়।সয়াবিন ও পামওয়েলের নতুন এই দাম পুরো রমজান জুড়ে থাকবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button