আন্তর্জাতিক

দেশ ছেড়েছে ইউক্রেনের ৩৫ লাখেরও বেশি মানুষ

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির ৩৫ লাখেরও বেশি বাসিন্দা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। খবর আল-জাজিরার। এর মধ্যে ২০ লাখেরও বেশি শরণার্থী পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে ঢুকেছে। এছাড়াও রোমানিয়া ও মলদোভায় যথাক্রমে ৫ লাখ ৪০ হাজার এবং ৩ লাখ ৬৭ হাজারেরও বেশি ইউক্রেনীয় বাসিন্দা আশ্রয় নিয়েছে।

ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেছেন, ইউক্রেনের বাসিন্দাদের জন্য আরেকটি দুঃখজনক মাইলফলক হচ্ছে, মাত্র এক মাসের মধ্যে দেশটির ৬৫ লাখেরও বেশি বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে সবচেয়ে খারাপ শরণার্থী সংকটের দিকে নিয়ে গেছে। তিনি আরও বলেন, দেশটির বাসিন্দাদের অন্য দেশে পালিয়ে যাওয়া এবং অভ্যন্তরীণ স্থানচ্যুতির গতি ও মাত্রা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button