আবারো ইয়েমেনি তেলবাহী জাহাজ আটক করল সৌদি জোট
ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসা সৌদি নেতৃত্বাধীন জোট লোহিত সাগর তীরবর্তী হুদাইদা বন্দরগামী আরেকটি তেলবোঝাই জাহাজ জব্দ করেছে বলে জানিয়েছে দি ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানি বা ওয়াইপিসি। সৌদি আরবের কঠোর অবরোধের মুখে পড়া লাখ লাখ ইয়েমেনিদের জন্য জরুরি জ্বালানি বহন করছিল জাহাজটি।
কোম্পানিটি জানিয়েছেন, জাতিসংঘের কাছ থেকে পরিদর্শন এবং প্রবেশের অনুমতি থাকা সত্ত্বেও জাহাজটি জব্দ করা হয়েছে। ওয়াইপিসির মুখপাত্র ইসাম আল-মোতায়াকেল বলেছেন, ‘সি ডোর’ নামে জাহাজটি জাতিসংঘের মাধ্যমে পরিদর্শন এবং তাদের কাছ থেকে প্রবেশাধিকার অনুমতি নেয়া সত্ত্বেও আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন জোট এটি আটক করেছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে।
সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেন তীব্র জ্বালানি সংকটে পড়েছে
তিনি আরো বলেন, জাহাজ জব্দের ফলে তীব্র জ্বালানি সংকটে পড়া যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনি জনগণের দুর্ভোগকে অবহেলা করা হয়েছে। মুখপাত্র মোতায়াকেল বলেন, আগ্রাসী সৌদি জোট এরইমধ্যে হুদাইদা বন্দরগামী তিনটি জাহাজ জব্দ করেছে যার মধ্যে দুটিই গুরুত্বপূর্ণ জ্বালানি তেল বহন করছিল। -পার্সটুডে