বিধ্বস্ত চীনা বিমানের ১৩২ আরোহীর কেউ বেঁচে নেই
চীনের গুয়াংশিতে ১৩২ আরোহী নিয়ে বোয়িং-৭৩৭ মডেলের বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। উড়োজাহাজের ধ্বংসাবশেষের মধ্যে জীবনের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ। আর আরোহীদের মধ্যে বিদেশি কোনো যাত্রী ছিলেন না বলে জানিয়েছে চীনের গণমাধ্যম।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকেই চীনের গুয়াংশিতে বিমান বিধ্বস্তের ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারী দলের সদস্যরা। দমকলকর্মীদের পাশাপাশি কাজ করছে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে সোমবার রাতভর চলে উদ্ধারকাজ। তবে, ঘটনাস্থলে পৌঁছাতে অনেকটা বেগ পেতে হয় কর্মীদের। রাতেই প্রাথমিক চিকিৎসার জন্য শতাধিক স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হলেও, বিমান বিধ্বস্তের স্থানে কোনো জীবনের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান দমকলকর্মীরা। তাদের ধারণা, আরোহীদের সবার মৃত্যু হয়েছে।
এদিকে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাতে দেশটির গণমাধ্যমের দাবি, বিমানটিতে কোনো বিদেশি যাত্রী ছিলেন না, সবাই চীনের নাগরিক। এরইমধ্যে, আরোহীদের স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য একটি হটলাইন সেবাও চালু করা হয়েছে। একইসঙ্গে এয়ারলাইন্সের পক্ষ থেকেও আলাদা তদন্ত শুরু হয়েছে। উড়োজাহাজটি সোমবার স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিটে কুনমিং ছেড়ে যায়। বেলা ৩টা ৫ মিনিটে সেটি গুয়াংজু বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বিমানটিতে ১২৩ যাত্রী ও ৯ ক্রু ছিলেন।