আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ছাড়াল ৬১ লাখ ৪ হাজার

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৯৪৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩৫৭ জন। সবশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ১৯ লাখ ৩৬ হাজার ৫৭ জনে। আর মৃতের সংখ্যা হয়েছে মোট ৬১ লাখ ৪ হাজার ৮২৩ জন। ৪০ কোটি ৮৩ লাখ ১৪ হাজার ৬৬১ জন করোনা থেকে সেরে ওঠেছেন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ২ লাখ ৯ হাজার ১৬৯ জনের করোনা শনাক্ত হয়। আর মারা যান ৩২৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button