মোহনপুরে ৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন
রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মোহনপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ,আধনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। উপজেলা চত্তরে, বর্ণাট্য র্যালী ও আলোচনা সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার সময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন,সগত বক্তব্য রাখেন কৃষিবিদ রহিমা খাতুন।
প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর -৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম।
এছাড়া অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ,কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা,এসআই আতিক হোসেন,ইউপি চেয়ারম্যান হযরত আলী,দলিল লেখক সমিতির সভাপতি ইসরাইল হোসেন,আমজাদ হোসেন,ইসরাফিল হোসেন রনি সহ উপজেলা কর্মকর্তা কর্মচারী উপসহকারী-কৃষি কর্মকর্তা ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এম এ মান্নান।