গোলাপি জার্সির প্রোটিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ

0
119

স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর একটা দিন গোলাপি জার্সি পরে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এর আগে ৯ ম্যাচে গোলাপি জার্সি পরে মাঠে নামলেও বাংলাদেশ প্রতিপক্ষ ছিল না একবারও।

এবারই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই বিশেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রোটিয়ানরা জোহানেসবার্গেই গোলাপি জার্সি পরে খেলতে নামে। এবারও এর ব্যতিক্রম নয়।

২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম গোলাপি জার্সি পরে মাঠে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। এরপর একই বছরের ৫ ডিসেম্বর আবার ভারতের বিপক্ষে গোলাপি জার্সি পরে খেলতে নামে প্রোটিয়ানরা। সেই ম্যাচের দিনকে দক্ষিণ আফ্রিকায় ‘পিঙ্ক ডে’ হিসেবে পালন করা হয়ে থাকে।

এই পর্যন্ত গোলাপি জার্সি পরে খেলা ৯ ম্যাচের ৭টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ দুই ম্যাচ অবশ্য হেরে গেছে।

জোহানসবার্গের ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ডে পিঙ্ক ডের ম্যাচের প্রতিটি চারের জন্য এক হাজার, ক্যাচের জন্য ১০ হাজার ও ছক্কার জন্য ১০ হাজার দক্ষিণ আফ্রিকান র্যা ন্ড আয় হয়। যা চারলট মেক্সিকি জোহানেসবার্গ অ্যাকাডেমিক হাসপাতালে প্রদান করা হয়।