ব্যাটিংয়ে সাবধানী শুরু তামিম-লিটনের

0
144

বাংলাদেশ- ৫০/০ (১৫.১ ওভার) (তামিম ২৫*, লিটন ২২*)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিয়নে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এর মধ্যে তামিম ইকবাল নিজের রানের খাতা খুলেছেন লুঙ্গি এনগিদিকে ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চল দিয়ে ছক্কা মেরে। লিটনও সাবলীল ব্যাটিং করছেন।