শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

0
107

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসন জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখের উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন খান, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনা সভা শেষে উপজেলা বনবীথিতে মুক্তির উৎসব ও সুর্বণজয়ন্তী মেলা-২০২২’র উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী এ মেলায় মোট ২৫টি স্টল খোলা হয়েছে।