কালীগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

0
101

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের অংশগ্রহনে পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোহাম্মদ মোহায়মেন আক্তার, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক নয়ন খন্দকার, কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির আহব্বায়ক মনিরুল ইসলাম, কাচা বাজার সমিতির সম্পাদক আফজাল হোসেন ও হোটেল রেস্তোরা, ঔষধ ব্যাবসায়ী সহ বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দগন।

সভাতে সিদ্ধান্ত হয় যে, পবিত্র রমজান সমাগত। তাই ভোক্তাদের নিকট নিত্যপ্রয়োজনী দ্রব্য নার্ষ্য মূল্যে বিক্রয় করতে হবে। কোন অবস্থাতেই অজুহাত দেখিয়ে বেশি দামে পন্য বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ। প্রতিনিয়ত বাজার মনিটরিং করতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অভিযান অব্যাহত রাখবে।