কবিতাঃ ‘স্নিগ্ধা’

0
171

‘স্নিগ্ধা’
রুস্তম আলী শায়ের

একটা কথা বলতে এসেছি-,
সপ্ত আসমান ভেদ করে
গ্রহ নক্ষত্র পুঞ্জ পেরিয়ে,এই ধরাতে
একটা কথা-
শুধু তোমাকেই বলতে চাই
আমার সময় সীমিত,আয়ু স্বল্প
স্বর্গের সোপানে রওনা দেব
কথাটা বলে,নিশীতে দুজনে।
জোনাকি পোকা গুলো বড্ড বে-রসিক
ওরা সুন্দর তবে তোমার মত নয়।

তুমি স্নিগ্ধা,নির্মলা তুমি সুশিলা
মধ্যে রাতের ওই অন্ধকার তোমার-
সৌন্দর্য কে ম্লান করতে চাই কিন্তু-
সে জানে না তোমার সৌন্দর্যে কাছে
তার ঘন আঁধার অতি নগন্য।

স্নিগ্ধা,
কথাটা বলেই আমি ফিরব
যদি হাতটা ধরো।

ভালোবাসি তোমাকে,
অনেক দূর হতে
এ টুকুই বলার ছিলো।