মাঝেমধ্যে খেলোয়াড়দের বিশ্রাম দরকার: পাপন

0
157
ফাইল ছবি।

আপাতত সাকিব আল হাসান ইস্যু শেষ হয়েছে। অনেক নাটকীয়তা শেষে তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। আগামীকাল রবিবার রাতে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বেন সাকিব। আজ শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তার আগে আজ দুপুরে ক্রিকেট বোর্ডে সাকিবের সঙ্গে জরুরি বৈঠক করেছেন পাপন। সেখানের মূল আলোচ্য বিষয়ই ছিল বিশ্বসেরা অলরাউন্ডারের ছুটি ও সারা বছরের পরিকল্পনা নিয়ে। এতে একটা সমাধানে পৌঁছেছে উভয় পক্ষ। সাকিব জানিয়েছেন, তিনি তিন ফরম্যাটের জন্যই অ্যাভলেইবল আছেন।

সংবাদ সম্মেলনে ওঠে আসে সাকিবের মানসিক প্রসঙ্গও। এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘ও (সাকিব) পরশুদিন দুবাই থেকে ফিরেই আমার বাসায় এসেছিল। ওর সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে। ওকে সময়ও দেওয়া হয়েছিল যে, ঠিকাছে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। কালকেও আমার সঙ্গে কথা বলেছে। আজকে আমরা বোর্ডে বসেছিলাম, পুরো পরিকল্পনা নিয়ে।’

এ সময় অন্য ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার ব্যাপারেও কথা বলেন বোর্ড সভাপতি। তিনি বলেন, ‘আমি একটা জিনিস অনেকদিন ধরেই বলছি, যদি কেউ কোনো ফরম্যাট খেলতে না চায়। বিশেষ করে সিনিয়র প্লেয়ার যারা আছে, তাদের কিন্তু এটা অনেক চাপ। আমাদের এ বছর ১৪টা ওয়ানডে, ১৫টি টি-টোয়েন্টি ও ৮টি টেস্ট আছে,। টানা এই এক বছরে এত খেলা, তাদের জন্য আসলেই একটু অসুবিধা। এটা আমাদেরকে বুঝতে হবে। এটা বুঝেই কিন্তু আমি বলেছিলাম।’

এ সময় একটু অভিমানের সুরে পাপন বলেন, ‘অনেকে মনে করে আমি রাগ করে বলেছি। আসলে রাগ করার কিছু নেই। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে, মাঝেমধ্যে খেলোয়াড়দের বিশ্রাম দরকার। সে জন্য আমি বলেছিলাম, কেউ যদি কোনো ফরম্যাট খেলতে না চায়, তাহলে আগে আগে বলে দেবে। কিন্তু শেষ সময়ে সিরিজের আগ মুহূর্তে বললে আমাদের জন্য এটা একটা বিরাট সমস্যা।’

‘এই অনুযায়ীই যাচ্ছিলাম, চুক্তিটা নিয়েছিলাম। যা গত বছরই শেষ হয়ে গেছে। এই বছরের চুক্তি নিয়ে আমরা এখনো আলাপ-আলোচনা করিনি। কারো কাছ থেকে লিখিত নেইনি। এটা আমরা নিয়ে নিচ্ছি। এসব ব্যাপারেই ওর (সাকিব) সঙ্গে পুরোটা নিয়ে আলাপ হয়েছে। ও ওর একটা সিদ্ধান্ত আমাদের দিয়েছে।’