শ্রীনগরে হাটবাজার ইজারার বাছাই কমিটির সভা

0
89

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলায় বাংলা ১৪২৯ সনের হাটবাজার ইজারার বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউএনও সভাকক্ষে ইজারার বাছাই সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা সার্ভেয়ার মো. মোসলেম উদ্দিন প্রমুখ।

জানা যায়, উপজেলায় ২০টি হাটবাজরের মধ্যে প্রথম ধাপে ১০টি নিয়মিত হাটবাজারের ইজারা বাছাই সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দরপত্র দাখিলের জন্য আগ্রহী আবেদনকারীরা বাক্সে সিডিউল জমা দেন। বাকি ১০টি হাটবাজার যথা নিয়মে ইজারা বাছাই সম্পন্ন করা হবে।

ইজারাকৃত হাটবাজারের মূল্য তালিকার মধ্যে সর্বোচ্চ শ্রীনগর সদর ইউনিয়নের দেউলভোগ হাটবাজার ৫১ লাখ ৫০ হাজার ৫০০ টাকা, শ্রীনগর বাজার ৪০ লাখ ৫০ হাজার ৫০০ টাকা, তৃতীয় সর্বোচ্চ শিবরামপুর বাজার ৮ লাখ ৯০ হাজার টাকা, ভাগ্যকুল বাজার ৮ লাখ ৩২ হাজার ৫০০ টাকা, আল-আমিন বাজার ৪ লাখ ৬৫ হাজার টাকা, সিংপাড়া বাজার ৪ লাখ ১ হাজার ২০০ টাকা। ষোলঘর বাজার ২ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, বাঘড়া বাজার ৫০ হাজার ৫০০ টাকা, কুকুটিয়া বাজার ৩৪ হাজার ১৫০ টাকা ও বিবন্দী বাজার ৫ হাজার ৮০০ টাকা।