বঙ্গবন্ধু-স্মরন

0
206

বঙ্গবন্ধু-স্মরন
সুদীপ চন্দ্র হালদার

মুক্তির উষাকালে, জাগরণের সেই সুপ্রভাতে,
এক অঙ্গুলি হেলনে জাগিয়া উঠিল প্রাণ,
তোমারি উদ্দীপ্ত অনবদ্য অনন্য কাব্যে,
বাশের লাঠি হইল ব্রহ্মাস্ত্র, শোষকের সংহারে।

দীর্ঘ অমানিশার অন্ধকারে অপহৃত আত্মবিশ্বাস,
তোমার আলোক বিকিরণে হইল জাগ্রত,
পুনরুজ্জীবিত চেতনা সর্বাঙ্গে সঞ্চারিয়ে অসীমতেজ,
বাংলার ভাগ্যাকাশে উদিত করিলে স্বাধীনতার সূর্য।

শোষণ-বঞ্চনার ইতিহাস তুলে দিলে অধিকারের দীক্ষা,
তোমারি সম্মোহনী শক্তিতে দৃঢ়চেতা হল বীর বাঙালি,
স্বাধীনতার ডাক দিলে তুমি, দিয়ে শোষককে ফাকি,
৭ই মার্চের আজকের দিনে মোরা তোমারেই স্মরি।