অন্ধ্রে আবার গ্যাস লিক, মৃত দুই

0
107

ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে আবার গ্যাস লিকের ঘটনা ঘটেছে। ওষুধ কোম্পানি থেকে গ্যাস লিক হয়ে মারা গিয়েছেন ২ জন। অসুস্থ চার জন। সোমবার (৩০ জুন) গভীর রাতে পারাওয়াড়ায় জওহরলাল নেহরু ফার্মা সিটিতে একটি ওষুধের কারখানায় গ্যাস লিক হয়। তখন কারখানায় ৩০ জন কর্মী ছিলেন।

যে দুই জন কর্মী গ্যাস লিকের জায়গায় ছিলেন, তাদের মৃত্যু হয়েছে। চারজন অসুস্থ। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বিপদ আর বাড়েনি। পারওয়াড়া থানার ইন্সপেক্টর উদয় কুমার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। গ্যাস কারখানার বাইরে কোথাও ছড়ায়নি।

অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির অফিস থেকে কারখানা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গ্যাস লিক নিয়ে খোঁজখবর নিয়েছেন। কেন গ্যাস লিক হয়েছে, তা জানা যায়নি।

দুই মাসের মধ্যে দ্বিতীয়বার গ্যাস লিক হলো বিশাখাপত্তনমে। মে মাসে এলজি পলিমারস-এর রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র: পিটিআই, এএনআই, ডয়চেভেলে