১১০০০ রুশ সেনা নিহত : ইউক্রেন

0
116

২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১১ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা।

ইউক্রেনের দাবি, ২৮৫টি ট্যাংক, ৪৪টি বিমান এবং ৪৮টি হেলিকপ্টারসহ রুশ বাহিনীর অস্ত্র ও সামরিক সরঞ্জামের ২ হাজার ইউনিট ধ্বংস করা হয়েছে।

এদিকে, ১০ দিনে ইউক্রেন থেকে ১৫ লাখের বেশি শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করেছে। রোববার (৬ মার্চ) জাতিসংঘের শরণার্থী সংস্থার কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এ তথ্য জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। সূত্র : দ্য ইনডিপেন্ডেন্ট