ঢাবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন আগামীকাল

0
112

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ পালন করা হবে আগামীকাল। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সোমবার সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে একটি দল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশে যাত্রা করবেন।
কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করবেন। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিরা অংশগ্রহণ করবেন।