টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক ছেলে নিহত, বাবা আহত

0
89

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে তার বাবা। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এদুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই যুবক উপজেলার গোহালিয়াবাড়ি এলাকার মাওলানা আলাউদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৩৫)। ঘটনার পর নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে আব্দুল্লাহ তার বাবা মাওলানা আলাউদ্দিনককে নিয়ে ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সরাতৈল রেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেলটির ইঞ্জিল বন্ধ হয়ে যায়। এসময় বাবা মাওলানা আলাউদ্দিন ট্রেন দেখে মোটরসাইকেল থেকে তারাহুরো করে নামতে গিয়ে আহত হলেও রেল লাইন থেকে সরে যান।আর ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আব্দুল্লাহ ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাষ্টার (ইনচার্জ) মাছুম আলী খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিলো। কিন্তু হতাহতরা স্থানীয় হওয়ায় মরদেহ নিহতের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।