ধামরাইয়ে জাতীয় বীমা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
88

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: “প্রধানমন্ত্রী’র অঙ্গীকার, বীমা হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারও নানান কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১লা মার্চ) সকালে ধামরাই উপজেলার কালামপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক আনন্দ র‌্যালির পর পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর সম্মেলন কক্ষে জাতীয় বীমা দিবস উপলক্ষে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর ধামরাই ও কালামপুর শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা মার্চ -২০২২ জাতীয় বীমা দিবসের আলোচনা সভা মোঃ ফরহাদ উদ্দিন এর সভাপতিত্বে এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালামপুর বাজার বণিক সমিতির বারবার নির্বাচিত সফল সভাপতি ও ধামরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং আসন্ন সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,মোঃ রবিউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহেল বাকী।
এ’ছাড়াও এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বীমা কর্মকর্তা, গ্রাহকগন,এলাকার সুধী সমাজ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা , জাতীয় বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্যে স্থানীয় বীমা প্রতিনিধিদের উদ্দ্যেশে প্রয়োজনীয় নানা দিক তুলে ধরে নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

প্রসঙ্গত বাংলাদেশে ১৯৭৩ সালে সাধারণ বীমা ও জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে বীমা খাতের শুরু হলেও ২০২০ সালের ১লা মার্চ প্রথমবারের মত জাতীয় বীমা দিবস হিসেবে দিনটি পালন করা হচ্ছে। ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতি বছর জাতীয় বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দিয়েছেন। বীমা হল নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে স্থানান্তর করা। দেশের পৌনে দুই কোটি মানুষ বিভিন্ন ধরনের বীমার আওতায় রয়েছেন।