নিজের পরিকল্পনা নিয়ে বিসিবির সাথে আলোচনা করবেন সাকিব

0
129
ফাইল ছবি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগামী দুই দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনায় বসবেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তার সিদ্ধান্ত বিসিবিকে জানাবেন সাকিব। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগামী এক বছরে বাংলাদেশ তিন ফরম্যাটে অনেক ম্যাচ খেলবে। তাই ভবিষ্যতের সিরিজ নিয়ে সাকিবের পরিকল্পনা জানতে চান বিসিবি প্রধান।

তিনি বলেন, ‘নিজের পরিকল্পনা ও বিশেষ করে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বিসিবি সভাপতির সাথে আলোচনা করবে সাকিব। আশা করছি আগামী এক বছরে নিজের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন সাকিব। এরপর সাকিবকে কোন নির্দিষ্ট সিরিজে না পাওয়া গেলে কি করা যায়, সে ব্যাপারে বিসিবির পক্ষে সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।’

এর আগে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি চেয়ে বিসিবিকে চিঠি লিখেছিলেন সাকিব। বিশেষ করে আইপিএল চিন্তা করেই দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিরতি পেতে চেয়েছিলেন তিনি। বিসিবিও অনুমতি দিয়েছে সাকিবকে।

যেহেতু আইপিএল নিলামে কোন দল পাননি, সেই পরিকল্পনাটির এখন মূল্য নেই এবং দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তার বর্তমান সিদ্ধান্ত জানতে চেয়েছে বিসিবি। এজন্য সাকিব বিসিবি সভাপতিকে জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সভাপতির সাথে বসতে আগ্রহী। ইউনুস জানান, বিসিবি কোন ক্রিকেটারকে কোন ফরম্যাটে খেলাতে বাধ্য করতে চায় না।

তিনি বলেন, ‘খেলোয়াড়দের ক্রিকেটের যে কোন নির্দিষ্ট ফরম্যাট বেছে নেয়ার স্বাধীনতা থাকা উচিত। কাউকে বাধ্য করার কোন মানে নেই।’

ইউনুস আরও জানান, সাকিবের পরিকল্পনার কথা জানার পর এ বছরের জন্য ক্রিকেটারদের চুক্তি প্রকাশ করবে বিসিবি।
তিনি বলেন, ‘খেলোয়াড়দের ফরম্যাট বেছে নেয়ার স্বাধীনতা দেয়া হয়েছে। কেউ যদি কোন ফরম্যাট বাদ দিতে চায়, সে তা করতে পারে। তবে আমাদের জানাতে হবে। খেলোয়াড়রা আমাদের আগেই জানিয়েছিলেন, কোন ফরম্যাটে খেলতে চান তাকে। সেই পরিপ্রেক্ষিতে, আমরা খেলোয়াড়দেও সাথে চুক্তি প্রকাশ করবো।’