ধামরাইয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

0
100

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ধামরাই পৌর শহরের আব্দুস সোবহান মডেল হাই স্কুলে ১৯৫২ এর ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সকল শহীদ ভাষা সৈনিকদের স্মরণে ও তাদের শ্রদ্ধা জানাতে নব-নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকায় ধামরাই পৌরসভার ০৩ ওয়ার্ডে আব্দুস সোবহান মডেল হাই স্কুলে ১৯৫২ এর ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সকল শহীদ ভাষা সৈনিকদের স্মরণে ও তাদের শ্রদ্ধা জানাতে নব-নির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই এর মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ও ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

উল্লেখ্য- ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ ভাষা দিবস- ২০২২ এ আজ রাত
১২ টা ১মিনিটে ধামরাইয়ের বিভিন্ন শ্রেণি- পেশার লোক পুষ্পার্ঘ্য অর্পণ করে ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে।

নবনির্মিত শহীদ মিনার উদ্বোধনী এ’অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু, অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।