গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

0
92

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : করোনার উপসর্গ নিয়ে গাইবান্ধা পৌরসভার মধ্যপাড়ায় গোলাম মোস্তফা লালন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল ২৮ জুন রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় কাউন্সিলর শহিদ আহম্মেদ। মোস্তফা গাইবান্ধা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মধ্যপাড়ার বাবুল মিয়ার ছেলে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল এলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।

স্থানীয়রা জানায়, চট্রগ্রামের একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরীরত মোস্তফা রবিবার ভোরে চট্রগ্রাম থেকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গাইবান্ধার বাড়িতে আসে। বাড়িতে এসে তার শ্বাসকষ্ট বেশী হলে এবং ডায়রিয়া দেখা দিলে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সে মারা যায়। পরে সিভিল সার্জনের পক্ষ থেকে একটি টিম তার নমুনা সংগ্রহ ও স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করে।