বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড ঘোষণা বিসিবির

0
88

জাতীয় দলের বাইরের ক্রিকেটারদেরকে ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে রাখতে বাংলাদেশ টাইগার্স নামের একটি দল গঠনের পরিকল্পনা ছিল বিসিবির। অবশেষে শুরু হয়েছে এই কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম। বাংলাদেশ টাইগার্সের প্রথম কর্মসূচির জন্য আজ (শনিবার) ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরকে কেন্দ্র করে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৩ ক্রিকেটারকে নিয়ে শুরু হবে বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। যেখানে বাংলাদেশ টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আছেন সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটাররা। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্প।

আপাতত আগামী মার্চে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের কথা চিন্তা করে ক্যাম্প শুরু হলেও বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম চলবে সারা বছর ধরে। মাঝে ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের পর মে মাস থেকে নতুন দল ঘোষণা করে প্রস্তুতি ক্যাম্প আয়োজনের কথা জানান বাংলাদেশ টাইগার্সের প্রধান কাজী ইনাম।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে কাজী ইনাম বলেন, ‘প্রোগ্রামটি সারা বছর ধরেই চলবে। আপাতত আমরা দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের কথা ভেবে টেস্ট অধিনায়ক মুমিনুলের পরামর্শে বগুড়াকে ক্যাম্পের ভেন্যু হিসেবে বেছে নিয়েছি। পরে প্রিমিয়ার লিগ শেষ হলে মে মাস থেকে অফ সিজনে আমাদের কাজ চলবে।’

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড

মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ, আবু হায়দার, কামরুল ইসলাম, মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী।