লঞ্চ ডুবিতে লাশ হলেন এক পরিবারের ৩জন

0
104

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: গতকাল সোমবার ২৯শে জুন মুন্সীগঞ্জ সদরের মিরকাদীম লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘মনিং বার্ড ’ নামক লঞ্চ ঢাকার বুড়িগঙ্গা নদীতে ডুবির ঘটনায় টঙ্গীবাড়ি উপজেলার একই পরিবারের ৩ জন নিহত। টঙ্গীবাড়ি উপজেলার আপরঘাট এলাকার মারুফা বুকে ব্যথা। তাই মারুফা ডাক্তার দেখাতে আড়াই বছরের ছেলে ও দুলাভাইকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওয়া দেন। তার আর ডাক্তার দেখানো হলো না। লঞ্চ ডুবিতে তিন জনই নিখোঁজ হন।

সোমবার দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোষ্টগার্ড, নৌ পুলিশের উদ্ধারকারীদের উদ্ধার হওয়া ৩০ জন মৃতের মধ্যে মারুফা তার ছেলে আবু তালহা ও দুলাভাই ও ছিল।

বুড়িগঙ্গার পাড় থেকে মারুফার ভাইয়ের ছেলে সিজার জানান, তার ফুফু কিছুদিন থেকে অসুস্থ্য ছিলেন। ডাক্তার দেখানোর জন্য মুন্সীগঞ্জ থেকে ‘মনিং বাড ’ লঞ্চে করে ঢাকায় আসছিলেন। পথে এই দূর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, লঞ্চ ডুবির প্রাণহানির ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং ঘটনায় দায়ী ময়ূর-২ নামে লঞ্চটি জব্দ করা হয়েছে।