১৭জন করোনা যোদ্ধার সাথে পুলিশ সুপার তানভীর আরাফাত এর শুভেচ্ছা বিনিময়

0
94

রেজা আহাম্মেদ জয়ঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত বিভিন্ন সময়ে সরকারী দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হওয়ার পর হইতে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) তাদেরকে পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহ’সহ সার্বক্ষনিক খোঁজ-খবর নেন ।

পুলিশ সুপার এর সার্বিক তত্ত্বাবধায়নে পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল এ্যাসিস্টেন্টদের আন্তরিক সেবা প্রদানের মাধ্যমে ২৯জুন ২০২০ইং তারিখ, ০১ জন নন পুলিশ সদস্যসহ মোট ১৭ জন পুলিশ সদস্য সুস্থ্য হওয়ায় কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতাল ত্যাগের ছাড়পত্র প্রদান করা হয়।

এ সময়ে করোনা জয়ীদের সহিত সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার)। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম সহ অন্যান্য অফিসার/ফোর্সগণ।

উল্লেখ্য অত্র জেলায় এ পর্যন্ত ১জন নন পুলিশ সদস্যসহ মোট ২৬ জন পুলিশ সদস্য করোনা ভাইরাস (কোভিড-১৯) জয় করে পুনরায় কর্মে যোগদান করেছেন বলে জানা যায়। পুলিশ সুপার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কোভিট-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। যারা সুস্থ্য হয়েছে তাদেরকেও সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। বৈশ্বিক মহামারি সময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন।

এছাড়াও যারা অতি প্রয়োজনে বাইরে বের হচ্ছে তারা সকলে মাস্ক ব্যবহার করবেন, দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি নিয়মে চললে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।