এই বসন্তে

0
510

এই বসন্তে
— আতাউর রহমান রাব্বি

ভোরের ঘন কুয়াশা পেরিয়ে
নতুনত্বের সৌরভ নিয়ে,
বহিছে দখিনা বাতাস
এসেছে ফাল্গুন প্রকৃতিতে।

ফাল্গুনে ঋতুরাজ বসন্তে
বাংলার প্রকৃতি সেজেছে,
নব মঞ্জরীতে অপরূপ সাঁজে
গাছের ডালে কোকিল ডাকে।

রাস্তার মোড়ে কিংবা শহরে
ফুটবে আপনমনে বসন্তে,
স্নিগ্ধতার পরশে সুভাস নিয়ে
পলাশ,শিমুল,কিংবা কৃষ্ণচূড়ারা।

বসন্ত বরণে উৎসবে মেতে উঠে
বাঙালিরা আপন সুরে,
তরুণ-তরুণীরা সাঁজে
অপরূপ ভাবে বসন্তী পোশাকে।

সকলে যখন ব্যাস্ত বসন্ত বরণে
তখনি বিষাদে ছেপে ধরেছে আমাকে,
তবে কি বসন্ত বসে থাকবে?
নাহ! আসবে অপরূপ ভাবে প্রকৃতিতে।