মোরেলগঞ্জে শতবর্ষী ঐতিহ্যবাহী জোকা দরবার শরীফে তিনদিনব্যাপি ওরস শুরু

0
95

সুব্র ঢালী,বাগেরহাট থেকেঃ- বাগেরহাটের মোরেলগঞ্জে শতবর্ষী ঐতিহ্যবাহী জোকা দরবার শরীফে তিনদিনব্যাপি ওরস শুরু হয়েছে। উপজেলার মধ্যজোকা গ্রামে আনুষ্ঠানিকভাবে ১০২ তম এই ওরস শরীফ শুরু হয়। তবে ভোর থেকেই দূরদূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীদের জোকা দরবারে ভীড় ছিল চোখে পড়ার মতো। প্রতিবছরই স্থানীয় ভক্ত ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলা থেকে নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধসহ কয়েক হাজার মানুষের সমাগম ঘটে শতবর্ষী এই দরবারে।
পীরের বাড়ির আঙ্গিনাতে বসে মাটির পাত্রে খান ভক্ত ও দর্শনার্থীরা। ওরস উপলক্ষে দরবারের সামনের মাঠে ৩ দিনের মেলাও বসেছে।

স্থানীয়রা জানায়, মরহুম শাহসুফী হযরত রজ্জব চাঁন (রহ) একজন ধর্মীয় সাধক ছিলেন। ধর্মপালনের পাশাপাশি তার মধ্যে মানুষের সমস্যা সমাধানের মত আদ্ধাতিক শক্তি ছিল তার। এই কেরামতির কথা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভীড় জমাতে থাকে। ভক্তদের পরিমান বৃদ্ধি পেলে তার নিজ বাড়িতে তিনদিনব্যাপি ওরস শুরু হয়। বর্তমানে ১০২ তম (প্রতি বছরে একবার) ওরস চলছে এই দরবারে। শাহসুফী হযরত রজ্জব চাঁন (রহ) এর মাজার, ওরস উপলক্ষে মেলা দেখে এবং বর্তমান আথিয়েতায় খুশি বিভিন্ন জায়গা থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা।