চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে ঝালকাঠি রাজাপুরের ইসলামিক মিশন হাসপাতাল

0
78

ইসলামিক ফাউণ্ডেশন এর আওতায় পরিচালিত ঝালকাঠি জেলার রাজাপুর ইসলামিক মিশন হাসপাতাল মানব সেবা ও চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। এটাকে বলা হয় গরিরের হাসপাতাল। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও ইসলামিক মিশন হাসপাতালে স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন।

রবিবার (২৮জুন ) ইসলামিক মিশন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ খালিদ আল-আজম জানান, মানব সেবার লক্ষ্য নিয়ে সকল ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। মাত্র ৫ টাকার টিকেটের বিনিময়ে চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসা সেবা পেয়ে থাকেন। করোনা ভাইরাস পরিস্থিতিতেও ৩শ থেকে ৪শ রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। এখানে মেডিসিন বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, সার্জারি বিভাগ, শিশু বিভাগ, ডেন্টাল বিভাগসহ বিভিন্ন বিভাগে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, বিনা মূল্যে ভালো চিকিৎসা সেবা কেন্দ্র ইসলামিক মিশন হাসপাতাল। এখানে সকল ধরনের সেবা অতি সহজে পাওয়া যায়।এখানের ডাক্তাররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বর্তমানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।