শেখ হাসিনার নেত্রীত্ব বিশ্ব দরবারে স্বীকৃত: এসএম কামাল

0
107

মাহবুবুল আলম,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হলো শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন,জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্ব বিশ্ব দরবারে স্বীকৃত। বিশ্ব নেতারা তার নেত্রীত্বের ভূয়সী প্রসংশা করেছেন। আর খালেদা জিয়ার শাসন আমলে লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। তারেক রহমান হাওয়া ভবন খুলে দেশের অর্থ বিদেশে পাচার করেছেন। জনগণের কাছে তাদের আর গ্রহণ যোগ্যতা না থাকায় তারা লবিস্ট নিয়োগ করে র‌্যাবের ভাবমূর্তি নষ্টে মরিয়া হয়ে উঠেছেন। জনগণ তাদের এ ষড়যন্ত্র কোন দিনও মেনে নিবে না। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নয় বছর পর শনিবার সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে শাহজাদপুর শহর উৎসবের নগরীতে পরিণত হয়। প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়ীত্বপ্রাপ্ত) এসএম কামাল হোসেন আরও বলেন,শেখ হাসিনার নেত্রীত্বে দেশে যে সব মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে তা দেখা বিএনপির গাত্রদহ শুরু হয়েছে। ফলে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। জনগণ শেখ হাসিনার সাথে আছে। তাই তাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।

এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, সদস্য পারভীন জামান কল্পনা,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,সিরাজগঞ্জ-২(সিরাজগঞ্জ আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডা: আব্দুল আজিজ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আবু ইউসুফ সুর্য্য প্রমুখ।

এ অনুষ্ঠানের উদ্বোধন করেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.কে এম হোসেন আলী হাসান। শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য রাখেন, সাবেক এমপি চয়ন ইসলাম,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড.সাজ্জাদ হায়দার লিটন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট বিমল দাস,শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাদ রহমান প্রমূখ। এ সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকেলে রবীন্দ্র কাচারিবাড়ি অডিটোরিয়ামে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।